“কতকিছুই তো ঘটে!”-জাকির তালুকদার

0
591
জাকির-এনকে

কতকিছুই তো ঘটে!-জাকির তালুকদার

‘সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন আমাদের বন্ধু কথাসাহিত্যিক পাপড়ি রহমান।
খবরটি শোনার পর থেকেই আমার ভেতরে একটু অস্বস্তি কাজ করছে। কারণ অলিখিতভাবে এই পুরস্কারটিকে ধরা হয় সান্ত্বনা পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার যারা পান না, তাদের এই পুরস্কারটা দেওয়া হয়। ব্যতিক্রম অবশ্য একটি আছে। হরিপদ দত্ত। তিনি সাদত আলী আখন্দ পুরস্কার পাওয়ার দুই বছর পরে কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তবে তার সেই পুরস্কারপ্রাপ্তিটা ছিল ১/১১ সরকারের আমলে। তখন বাংলা একাডেমি পার্টিজান ছিল না। শওকত আলী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আকরম হোসেন প্রমুখ পুরস্কারটি তুলে দিতে পেরেছিলেন হরিপদ দত্ত-র যোগ্য হাতে।
জানি না পাপড়ি রহমানের ক্ষেত্রে কী ঘটবে!

প্রবাসে অবস্থানকারী লেখকদের জন্য বোধহয় এই রকম আরেকটি সান্ত্বনা পুরস্কারে পরিণত হতে যাচ্ছে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ কথাসাহিত্য পুরস্কার’। সালমা বাণী এবং সাগুফতা শারমীন পাচ্ছেন এই বছরের পুরস্কার। তাদের জন্যও কি একই রকম বার্তা?
নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশে কতকিছুই তো ঘটে!

কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, আমার মতে, এই বছর ফরজ হয়ে গেছে ওয়াসি আহমেদকে দেওয়া। আরো আগেই পাওয়া উচিত ছিল তার। কিন্তু বাংলাদেশে কতকিছুই তো ঘটে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি রহমান হেনরী’র একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধ“চিত্তের ফুল” কবি শিরিন আফরোজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে