“কথায়-কথায়”- সৌমেন্দ্র দত্ত ভৌমিকের কবিতা

0
594
সৌমেন্দ্র

কথায়-কথায়
সৌমেন্দ্র দত্ত ভৌমিক

কথার ঝাঁঝে সম্পর্কের শেকড়ে পোকাদের ডেরায়
উচ্ছ্বাস উল্লাস চক্ষুশূল।
গরম উত্তাপে যেন খাণ্ডবদাহ সম্পন্ন!
সীমা-পরিসীমাহীন তার্কিকের অসুস্থ পরিবেশে
কত সংসার ভাঙে, ভেসে যায় কুল।
কথার পিঠে কথায় হানাহানি, কুরুক্ষেত্রের হাজিরা
দারুণতম এক বিষয় প্রাঞ্জল-
ভালবাসার দুটি চোখ ঝাপসা শব্দের বিষানলে
শব্দের বিষম লাঞ্ছনায়,
আচমকা বুঝি বিস্তৃত ভাঙচুরের এলোমেলো আঁচল!

কখনো-সখনো কথাদের প্রেমময় সুরেলা পরিবেশন
হৃদয়ের আনাচে-কানাচে,
তখন বুঝি সানন্দে এল সময়ের শুভকাল-
ওড়ে তাই বিজয়নিশান,
তখন রাগ-টাগের নিশ্চিত সুফলা মৃত্যুবরণে
অন্তর হতে নামে ভারী পাষাণ।

শ্রীরামপুর, হুগলী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আত্নক্ষরণ”- সুবর্ণা গোস্বামী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“ভরা এ রৌরবে”- মৃন্ময় চক্রবর্তী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে