কবিতার কখনো ছুটি হয় না -কবি গোলাম কবির‘এর কবিতা

0
205
Golam Kabir

কবিতার কখনো ছুটি হয় না

কবি গোলাম কবির

কবিতার কখনো ছুটি হয় না!
যাকে একবার কবিতা পেয়ে বসে
সে বারবারই কবিতার কাছে
হাঁটু গেড়ে বসে বলবে
ভালবাসি, ভালবাসি তোমাকে!
সেইসব মাথার মধ্যে কিলবিল করতে থাকা
এবং এখনো যে সব কবিতা জন্ম নেবার
অপেক্ষায় কবি’র মগজের বাগানে
খেলা করছে এমনকি যে সব কবিতা
এখনো মাতৃজঠরে বসে থেকে কবি’র
কলমে উঠে আসবে বলে প্রতীক্ষার
প্রহর গুণছে প্রিয় কবিতা গুলো!
অতএব, ভয় নেই কোনো কবি’র!
কবিতাকে আবার আসতেই হবে
কবি’র কলমে যে কোনো সময়!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরে টাটা গাড়ির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভাঙলে তো ভাঙ্গাই যায় ! -দেবাশীষ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে