কবি আক্তারুজ্জামান লেবু সুস্থ হয়ে ফিরে আসুক-আশরাফ জুয়েল

0
755
লেবু এনকে
২০২০ সালের কাছে অনেক প্রত্যাশা। বড়ো রকমের প্রত্যাশা হলো আক্তারুজ্জামান লেবু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।
`আক্তারুজ্জামান লেবু একজন কবি।
তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত

এই অসুখে লেবুর পাশে দাঁড়ান এবং অবশ্যই সাহায্য নিয়ে নয়! কবি কারো সাহায্যের মুখাপেক্ষী নন।

যদি দিতে হয় ভালোবাসা দিন, কবিকে ভালোবেসে তার না জল না অনল বইটি কিনুন। বইটি “খড়ি মাটি” প্রকাশনী থেকে মেলায় আসছে!

আর কেউ যদি অতি গোপনে ভালোবাসা পাঠাতে চান তবে পাঠাতে পারেন এই ঠিকানায়…..

ভালোবাসা পাঠানোর ঠিকানা:
মোঃ আক্তারুজ্জামান লেবু
অগ্রণী ব্যাংক
বোনারপাড়া শাখা।
হিসাব নাম্বারঃ ০২০০০১৪০৯৩৪৪১
বিকাশঃ লেবুর মা- ০১৭২২৩৩৬৩৮০`
-আশরাফ জুয়েল

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আমি চেয়ার বলছি”- আমিনুল ইসলাম এর কবিতা
পরবর্তী নিবন্ধ“আত্নক্ষরণ”- সুবর্ণা গোস্বামী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে