কবি সমরজিৎ সিংহ’র খোলা চিঠি

0
578
সমরজিৎ সিংহ এনকে

সুচরিতাসু,
আপনাকে চিঠি লেখার কথা ছিল । দীর্ঘ এক চিঠি । লেখা হয়নি । তার আগে এসে গেল এনআরসি । আসামে ১৯ লক্ষ লোক, মুহূর্তে, দেশহীন হয়ে গেল । আমরা অসহায়, প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি । আমাদের মধ্যে কেউ কেউ ভেবেছেন, আসামের ব্যাপার, আমাদের কি !
আমি তা ভাবিনি । কেউ কেউ ভেবেছেন, এটা বাঙালিদের উপর আক্রমণ । প্রথমে, আমিও ভেবেছিলাম, পরে জানলাম, অনেক গোর্খা দেশহীন হয়েছে, এমন কি, জন্মসূত্রে, যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আমি, সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বেশ কয়েকজন দেশহীন হয়েছে । এই আক্রমণ কেবল মুসলিমদের উপর হচ্ছে, ঠিক তাও নয়, অন্য ধর্মের লোকেদের উপরেও আক্রমণ আসছে ।
এই দুঃসময়ে, আপনাকে চিঠি লিখব কি করে ? এখন এনপিআর এসেছে, সিএএ এসেছে । চারদিকে প্রতিবাদ শুরু হয়েছে ।
এই সময় চুপ করে থাকা যায় না । যদিও অধিকাংশ লোক চুপ করে থাকছেন, গা বাঁচিয়ে থাকছেন । তাদের ভয় অন্যখানে । মুখ খুললে যদি বিপদে পড়ে যেতে হয়, তার চেয়ে না খুলে থাকা শ্রেয় । এই শ্রেণীর লোক বুদ্ধিমান, বলে, চিহ্নিত ।
আমি তা নই । বরং বেশ বোকা । এই বোকামির জন্য অনেক খুইয়েছি ।
সে থাক । আপনাকে চিঠি লেখার কথা ছিল । লিখতে পারিনি । অনেককিছু না পারার লোক আমি ।
হয়তো, কোনোদিন লিখব, এই আশায় থাকি । ভাবি, আমি না লিখলেও আপনি তো লিখবেন । আপনি লেখেননি । আপনার দোষ নেই, আমাকে কেউ চিঠি লেখে না । আপনিই বা লিখতে যাবেন কেন ?
বরং আমাদের দেশহীন করে তোলার এই রাষ্ট্রীয় চক্রান্তের বিরুদ্ধে, চলুন, হাত ধরে, পথে নামি ।
ভালো থাকুন, বলতে পারলে, খুশি হতাম । এখন ভালো থাকার দিন নেই । বলব, লড়াইয়ে থাকুন ।

বিনীত
সমরজিৎ সিংহ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে উৎসব মুখর পরিবেশে ৭৩১টি প্রা: স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
পরবর্তী নিবন্ধএকুশে বই মেলায় রেজাউল করিম রেজার প্রথম কাব্য গ্রন্থ “দখল”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে