‘করোনা’র দাওয়াই-“সব দোষ জনতার” -সুখময় বিপলু

0
176
সুখময় বিপলু

‘করোনা’র দাওয়াই-“সব দোষ জনতার”

-সুখময় বিপলু

ফলুক বা না ফলুক সবুরের মেওয়া
তবু অপেক্ষার সময় এখন,
হটাও না হুড়াহুড়ি, রয়ে সয়ে চল বাপু,
মরা-বাঁচা তো তেনার হাতে;
রুজির পেছনে রোজ ছুটোছুটি লাগে নাকি,
দেশে কি দেখো না উন্নয়ন!
দিব্য জ্ঞানে স্বল্পাহারে বা উপোসে
থাকা ভাল, তনুমনে হিত হয় তাত।
করার কি আছে আর ‘করোনা’র,
ব্যাটাকে রুখার আছে প্রস্তুতিও ঢের,
খাবার মজুদ আছে, কোষাগার পরিপূর্ণ,
স্বাস্থ্য সুরক্ষাও আছে অনুপম ;
জিডিপি’র সক্ষমতা,
আরো যা যা লাগে চাহিদায়,
সব আছে আমাদের ;
শুধু স্বাস্থ্য খাতে দেশে
বরাদ্দ ও মজুরের মজুরিটা সর্বাধিক কম।
সুযোগ্য শাসক-কর্তা উদয়াস্ত সেবাদানে
নিন্দুকের ঈর্ষার শিকার,
চুরি, লুট, স্বজন ও পেশি পোষা নেই কোথা,
থেমেছে কি ভিশনের কাজ?
জিরো টলারেন্স না মানায়
ক্ষয়-ক্ষতি বা মৃত্যুর সব দোষ জনতার ;
বিশ্ব মন্দাতেও এথা মঙ্গা রোধাকল্পে
থাক্ সক্রমণে সচল সমাজ।
দুষণের বহুবিধ বিষ খেয়ে খেয়ে
বিষে বিষ নাশ ক্ষমতা বাড়াও,
‘করোনা’ তাড়াতে সদা সহ্যগুণে
আখেরের প্রাপ্তিযোগে জীবন কাটাও।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজ মৃত্যু ৮ আক্রান্ত ১৩১ জন
পরবর্তী নিবন্ধউত্তরা গণভবনের লোগোর ইতিহাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে