করোনার রাজত্ব
কবি রাজিব এক্কা রাজ
থেমে গেছে হাট বাজারে মানুষের কোলাহল
পাখিরা সবুজের ক্ষেতে বেঁধেছে দল
রাস্তা ঘাঁট ফাঁকা ফাঁকা
আগের মত ঘুরছে না গাড়ির চাকা।
ব্যস্থ পথিক ঠাঁই নিয়েছে হোম কোয়ারেন্টাইনে
হবে না নাকি বৈশাখী মেলা রমনার অঙ্গনে?
থেমে গেছে বাঙালির সব কলোরব
হচ্ছে না বাঙালির প্রাণের উৎসব।
মানবে মানবে ছিলো যত দ্বন্দ- হানাহানি
সে- সব কিছু থেমে ঝরছে মানবের চোখের পানি,
সমাজে, বর্তমানে বেড়েছে ক্ষণিকের দুরত্ব
সারা বিশ্বে চলছে যে এখন করোনার রাজত্ব।
Advertisement