নাটোরকন্ঠ:
নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫৫ বছর বয়স্ক এক নারী । আজ বুধবার সন্ধ্যায় তিনি জ্বর সর্দি কাশি নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে আসেন ওই নারী। তিনি নাটোর সদর উপজেলার কাদিম সাতুরিয়া এলাকার বাসিন্দা। এ নিয়ে মোট ৩ জন রোগী নাটোর সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুর রাজ্জাক জানান, জ্বর সর্দি কাশি নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫৫ বছর বয়স্ক এক নারী ভর্তি হয়েছেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে তার আদৌ করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষার পরে জানা যাবে। দ্রুত তার করোনার নমুনা সংগ্রহ করা হবে।
নাটোরের সিভিল সার্জন জানান, নাটোর থেকে আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য পাঠানো ৯২ টি নমুনার মধ্যে ৬৩ টির ফলাফল পাওয়া গেছে। বাকী ২৯ টির ফলাফল এখনো পাওয়া যায়নি। ৬৩ টির সব গুলোই নেগেটিভ এসেছে।
Advertisement