করোনা -কবি মো.নজরুল ইসলাম‘এর কবিতা

0
648
নজরুল ইসলাম

করোনা

কবি মো.নজরুল ইসলাম

শেখ হাসিনার ঘোষনা বিশ্ব জুড়ে মহামারী,
অবহেলা করোনা,
করোনাতে ছড়াছড়ি বাহিরে কেউ যেয়ো না।
দুই মিটার দূরে থেকো, কাছাকাছি ভিরো না
নাক মুখ ঢেঁকে রাখো
হাঁছি, কাশি দিতে গেলে
রুমাল কিম্বা বাহু দিয়ে চেপে রেখো
সাবান দিয়া বারে বারে,
হাত মুখ ধুয়ে নিয়ো,
নিজে বাঁচ, দেশ বাঁচাও,
অকালে কেউ মর নাকো
পরিস্কার পরিচছন্নতা প্রতিরোধের একি পন্থা
ডাক্তার বৈদ্য বলেছে কথা,
অমান্য কেউ করো নাকো।
অধীন নজরুল বলেছে কথা
ডেটল কিম্বা সেভলন পানি
সদাই তোমরা ছিটাইতে থাকো

Advertisement
পূর্ববর্তী নিবন্ধভুলতে পারি না – মনির জামানের কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে সকাল থেকে অ্যাকশনে সেনাবাহিনী, ঘরে থাকার অনুরোধ জেলা প্রশাসনের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে