করোনা -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
445
Shupti Jaman

করোনা

কবি সুপ্তি জামান

করোনা কোন কিছু বেশি বেশি
কম কম করো
পরিমিতি বোধ বলে একটা কথা আছে বাংলায়
ওটার চর্চা বেশি বেশি করো
বেগম রোকেয়া বলেছেন
কম খেলে পরমায়ু বৃদ্ধি পায়
এ কথাটির কোন ক্ষয় নাই।
কম খাও
কম কথা বলো
কম ঘুমাও
পরচর্চা পরনিন্দা একদম না।
তবে ভালবাসার চর্চাটা বন্ধ করনা।
নারীকে দেখনা কেবলই পণ্য বা বস্তু রুপে
মানবীর শরীরেও মানুষের মতো মন আছে
সম্মান পেতে বলো কার না ভালো লাগে।
জীবনে অনেক প্রয়োজন প্রয়োজনীয়
তারপরও সকল প্রয়োজন প্রয়োজন নয়
অনাচার, অপচয় করেছ বেশুমার।
এবার আত্মাকে বাঁচাও
ধরিত্রিকে বাঁচাও
সবুজ বাঁচাও
আকাশ বাঁচাও
নদী বাঁচাও
পাহার বাঁচাও
বনভূমি বাঁচাও
জলাশয় বাঁচাও।
হত্যা করোনা মানুষ তেলাপোকার মতো।
যদি আমরা প্রকৃতিকে বাঁচিয়ে বাঁচার কৌশল উদ্বাবন না করি
প্রকৃতি আমাদের গিলে খাবে
যেমন খেয়েছিল বিশালাকার ম্যামথদের
দাঙ্গাবাজ খাদক ডায়নোসরদের।
মানুষ প্রকৃতির সবচেয়ে সুন্দর ফুল
সৃষ্টিশীল জীব
গাছ না বাঁচলে ফুল বাঁচে কি?
করোনা অনাচার, ধরিত্রিকেও বাঁচতে দাও।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধভুলোমনা মানুষ -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন “নূহা”মনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে