করোনা তোমার কারনে
কবি ফাহমিদা ইয়াসমিন
করোনা এসেছ
এই পৃথিবীর বুকে,
হাজার হাজার প্রাণ নিমিষেই যাচ্ছে মরে,
আবার কেউ এসেছে ফিরে মাতৃকোলে ,
তোমারই ভয়ে,
দিশেহারা সবে ফিরেছে ঘরে,
কত জুলুম করেছ ধর্ম নিয়ে,
কোথায় গেল আজ
সব অহমিকার দম্ভ
এখন শুধু
সবার মুখে মুখে একটি বাণী .
হে মহান সৃষ্টিকর্তা
রক্ষা করো এই মহামারী থেকে।
যারা, অন্ধকার পথে
বিষাক্ত ছোবল এর নেশায়
মেতেছে হাটবাজারে,
তারা পেয়েছে আলোর পথ খুঁজে,
করোনা তোমার কারনে।
Advertisement