করোনা তোমার কারনে -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
649
Fahmida Yasmin

করোনা তোমার কারনে

কবি ফাহমিদা ইয়াসমিন

 

করোনা এসেছ
এই পৃথিবীর বুকে,
হাজার হাজার প্রাণ নিমিষেই যাচ্ছে মরে,
আবার কেউ এসেছে ফিরে মাতৃকোলে ,

তোমারই ভয়ে,
দিশেহারা সবে ফিরেছে ঘরে,
কত জুলুম করেছ ধর্ম নিয়ে,
কোথায় গেল আজ
সব অহমিকার দম্ভ
এখন শুধু
সবার মুখে মুখে একটি বাণী .
হে মহান সৃষ্টিকর্তা
রক্ষা করো এই মহামারী থেকে।

যারা, অন্ধকার পথে
বিষাক্ত ছোবল এর নেশায়
মেতেছে হাটবাজারে,
তারা পেয়েছে আলোর পথ খুঁজে,
করোনা তোমার কারনে।

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় কর্মহীন দরিদ্রদের খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ জেলা প্রশাসকের
পরবর্তী নিবন্ধলাশের স্তুপ -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে