করোনা পরিস্থিতি নিয়ে বড়াইগ্রাম থানা পুলিশের বিশেষ আলোচনা

0
744
Police

নাহিদুল ইসলাম, নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। সোমবার (২০এপ্রিল) বিকেলে বড়াইগ্রাম থানা চত্বরে করোনা পরিস্থিতি নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান-বর্তমান প্রাণঘাতি করোনা পরিস্থিতি মোকাবেলায় করনীয় সহ সার্বিক বিষয়ে মাননীয় আইজিপি মহোদ্বয়ের নির্দেশনা সমূহ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ সময় জনসমাগম নিয়ন্ত্রনে রাখতে বড়াইগ্রামের সকল হাট আগামীকাল থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আলোচনায় পুলিশ জনগনের সাথে কেমন ব্যবহার করবে সে বিষয়ে দিক নির্দেশনা সহ আগামীকাল থেকে বড়াইগ্রামের সকল হাট মনিটরিং করবে পুলিশ। কোনভাবেই জনসমাগম করে আর হাট বসানো যাবেনা। আলোচনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী,এস আই শামসুল ইসলাম প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কৃষিতে করোনার প্রভাব: করণীয় কি?- রেজাউল করিম খান
পরবর্তী নিবন্ধদুস্থদের পাশে মেয়র শাহনেওয়াজ আলীর জনকল্যাণ ট্র্যাষ্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে