কল্পনার রঙে
রিংকু
ওগো সুনয়না,
তোমার দৃষ্টিতে প্রেমের অমৃত সুধা
শত-কোটি বার কল্পনায় করেছি পান
তবুও বেড়ে যায় প্রেমের তৃষ্ণা -ক্ষুধা।
ওগো মায়াপরী,
ইচ্ছে করে তোমার হাতটি ধরি
হেঁটে চলি দীর্ঘ দিগন্তচুম্মী পথ
মহাকাল যাকনা চলি,তুমি তো রবে মায়াপরী।
ওগো মনের পুষ্পরানী
তোমায় দেখলে মনে বসন্ত আসে
পুষ্পকানন নবজাগরণ
তোমার স্পর্শে আনন্দে ভাঁসে।
ওগো মনের সুখপাখি
যখন দুঃখ-কষ্টে থাকি
তোমার কথা পড়লে মনে
মনটা আমার আনন্দে দোলে।
ওগো সুখপায়রা
সুখের আশায় যাও যদি চলি
একটা কথা শোন, মিনতি করি
একটি ছবি দিও মোরে,রঙিন না হোক সাদাকালো,
তবুও স্মৃতি নিয়ে থাকব অনেক ভালো,
এ জনমে নাইবা হলে,কাটবে জীবন স্মৃতির সনে
সাজাবো তোমায় কল্পনার রঙে।
——–রিংকু——-
২৯/১২/১৯ইং উঃবড়গাছা, নাটোর।
Advertisement