কষ্ট
নজির আহমেদ
শাখা-প্রশাখা থেকে—
পরিব্রাজক হই সাম্প্রতিক চিত্র-বিচিত্র মাধ্যম।
যৌক্তিক ও মৌলিক—
ধ্যানে ও জ্ঞানে মন-মগজ ডট কম।
দুঃখের খামে কষ্ট আগন্তুক—
শব্দে শব্দে ফুল ফোটে রসিক ভ্রমরের গুন্জনে।
কষ্ট করে কষ্ট করি সঞ্চয় কিছু,
তবু বেহায়া কষ্ট কেন যে নিচ্ছে পিছু…!
Advertisement