“কষ্ট “- নজির আহমেদের কবিতা

0
591
কবিএনকে

কষ্ট

নজির আহমেদ

শাখা-প্রশাখা থেকে—
পরিব্রাজক হই সাম্প্রতিক চিত্র-বিচিত্র মাধ্যম।
যৌক্তিক ও মৌলিক—
ধ্যানে ও জ্ঞানে মন-মগজ ডট কম।

দুঃখের খামে কষ্ট আগন্তুক—
শব্দে শব্দে ফুল ফোটে রসিক ভ্রমরের গুন্জনে।
কষ্ট করে কষ্ট করি সঞ্চয় কিছু,
তবু বেহায়া কষ্ট কেন যে নিচ্ছে পিছু…!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা -মো.আজিজুল ইসলাম উজ্জ্বল
পরবর্তী নিবন্ধ“অভিযোজন”- লিপি চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে