কাছিকাটা যাও -আলী আককাছ‘এর ছড়া

0
149
M M Ali Akkas

কাছিকাটা যাও

আলী আককাছ

আছাড় খাওয়ার দৃশ্য সবে
দেখতে যদি চাও,
দূরে নয় মশিন্দার পথ-
কাছিকাটায় যাও।

ধুলা ওড়ে ধুলা খাই,
মাটির গাড়ি থেমে নাই,
নামে শুধু জরিমানাই-
পাকা সড়ক কাঁচা রে ভাই!

মাটি পড়ে রাস্তা-
এবড়ো থেবড়ো খাস্তা,
মাছের গাড়ি নাচে ভারী
পানি ছিটলে আছাড় খাই!
বৃষ্টি হলে চললে গাড়ি
মাবুদ ছাড়া রক্ষা নাই!!

Advertisement
উৎসM M Ali Akkas
পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পরবর্তী নিবন্ধনাটোরে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ভির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে