কিছুটা তো চাই -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
757
বড়ুয়া বনশ্রী

কিছুটা তো চাই

কবি বনশ্রী বড়ুয়া

নরক থেকে তুলে নিয়ে যাও এ দেহ!
অগ্নি স্পর্শে কেঁপে উঠার আগেই
সমুদ্র বক্ষে ফিরিয়ে দাও!
মোমবাতির ক্ষীণ হয়ে আসা আলো,
কেউ কি আছো পুনঃ জ্বালিয়ে দেবে?
শিয়রে রেখে যাবে এগুচ্ছ মাধবীলতা?
কতকাল থোকা থোকা কৃষ্ণচূড়ায়
হাসে না কালো কেশীর আঁচল!
সাদাথানে সদ্য বুনে রাখা শস্য অশ্রু হয়ে
ওষ্ঠ বেয়ে নেমে গিয়েছিল মহাকালের যাত্রায়….
সেখানেও আগুন!
অনলে দহনে পুড়ে ছাই হবার আগেই
নরক থেকে তুলে নিয়ে যাও এ দেহ।

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধচলমান জীবনের ছন্দপতন -মনিমূল হক
পরবর্তী নিবন্ধকর্মহীন মানুষের পাশে, নাটোর জেলা প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে