কিছুটা তো চাই
কবি বনশ্রী বড়ুয়া
নরক থেকে তুলে নিয়ে যাও এ দেহ!
অগ্নি স্পর্শে কেঁপে উঠার আগেই
সমুদ্র বক্ষে ফিরিয়ে দাও!
মোমবাতির ক্ষীণ হয়ে আসা আলো,
কেউ কি আছো পুনঃ জ্বালিয়ে দেবে?
শিয়রে রেখে যাবে এগুচ্ছ মাধবীলতা?
কতকাল থোকা থোকা কৃষ্ণচূড়ায়
হাসে না কালো কেশীর আঁচল!
সাদাথানে সদ্য বুনে রাখা শস্য অশ্রু হয়ে
ওষ্ঠ বেয়ে নেমে গিয়েছিল মহাকালের যাত্রায়….
সেখানেও আগুন!
অনলে দহনে পুড়ে ছাই হবার আগেই
নরক থেকে তুলে নিয়ে যাও এ দেহ।
Advertisement