কুসুম কুসুম প্রেম
কবি মেরিন নাজনীন
আমাদের প্রেম হচ্ছে,
মনে হচ্ছে ভালোই জমে উঠেছে প্রেম,
এ এক নতুন হাওয়ার প্রেম,
যেখানে দুজনের কোন কথা নেই,
আমাদের কথা হয় নিউজের লাইভে,
তখই দুজন মিটমিট করে একগাল হেসে নেই,
সবার চোখের সম্মুখ, অন্তরালে।
আমাদের দেখা হয় নিউজ রুমে
একে অপরের চকিত চাহুনিতে।
আমদের গল্প হয়
জালাল ভাইয়ের চায়ের দোকানে,
নতুন পুরাতন নিউজ স্টোরির
এক একটা লোমহর্ষক
ঘটনার পেছনের সত্যতা নিয়ে।
প্রেম ভালোই এগুচ্ছো,
হাল্কা হাল্কা প্রেম,
কুসুম কুসুম প্রেম
আমাদের ‘ডেটিং স্পট’ কোনো চন্দ্রিমা উদ্যান নয়।
নিউজ রুমের বাইরে,
এক চিলতে সোফায় তাও সবার চোখের লখ্যে।
প্রেম প্রেম খেলাটা ভালোই এগুচ্ছে,
টি ২০ ম্যাচের মতোইই আমাদের প্রেম।
আমার কিছু না পারায় তার যত অভিমান।
আনারি হাতের যত স্টোরি
সেই সাফল্যে তার জয়ের হাসি,
ভালই লাগেরে,
প্রেম এগুচ্ছে,
হাল্কা হাল্কা প্রেম,
কুসুম কুসুম প্রেম,
কচি ডাবের পানির মতো স্বচ্ছ ,
মিষ্টি এক গ্লাস প্রেম অথবা
প্রাণের ডাল ভাজার মতো মুচ মুচে প্রেম।
কি বলো?????