কে বলেছে ভাল্লাগে না ?
দেবাশীষ সরকার
কে বলেছে ভাল্লাগে না? এই যে বৃষ্টি ভেজা আকাশ পথ ঘাট! আরামের আবেশ লেপের ওম বিকেলের ভাত ঘুম! আহ্ কি শান্তি!! এরই মধ্যে খবর পেলে বাড়ির ফ্রিজ গেছে!! ডাকো মিস্ত্রী! মিস্ত্রী জানালো কম্প্রসার হবে পাল্টাতে। কে বলেছে ভাল্লাগে না!!! ডাকো রিক্সা-ভ্যান তোলো তাতে ফ্রিজ নাও…..
কে বলে ভাল্লাগে না!! এই যে রাতের মিস্টি তারা জ্বলা রাত, বাউলের মধু কন্ঠ! কবিতার ছন্দ, ঠান্ডা ঝিরি ঝিরি বাতাস! আহ্ কি শান্তি!! এরই মধ্যে খবর পেলে বৌয়ের কাঁপুনি দিয়ে জ্বর সাথে কাশি!! ডাকো ডাক্তার আনো ঔষধ। কে বলেছে ভাল্লাগে না! সারা রাত জেগে কপালে রেখে হাত! সকালো দৌড়াও অফিস…
কে বলে আজ ভালো লাগে না! অসহ্য চারিপাশ!
পিয়নের ঝাড়ি, কেরানীর ক্ষোভ, বেতন বিহীন তিন মাস…!! কে বলে ভাল্লাগে না!! দ্বীচক্র যন্ত্ররথ চালিয়ে ফিরছো বাড়ি, শীতের বিকেলে হঠাৎ বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেলে ভিজে.!.রাস্তা থেকে পাছলে. বাইক নিয়ে সোজা পথের বাঁক থেকে চারা ধানের জমিতে… চোখ মেলে দেখো সবুজ ধান সবুজ পৃথিবী সবুজ চারিপাশ!!! কে বলেছে ভাল্লাগে না????
না পালাবো না! জীবন থেকে তো নয়ই.. তাইতো ভালো লাগায় ভরাতে চাই মন….