কোনো রিস্ক নেই // আহমেদ শিপলু
আপনি বললেন আমি মুগ্ধ!
আর অমনিই লোকেরা বিভক্ত প্রশংসা ও গালাগালির কামরায়!
আপনি রাবীন্দ্রিক কিংবা আল্ট্রা-মডার্ন!
তাও গালি! তাও প্রশংসা!
বললেন আমি বাইঞ্চোত!
বললেন আমি মাতাল!
বললেন আমি ধর্ষক!
লোকেরা তখনো বিভক্ত!
প্রশংসা এবং নিন্দা যথারীতি!
আপনি যা ইচ্ছা লিখুন!
যা ইচ্ছা বলুন
যা ইচ্ছা খুলুন
যা ইচ্ছা পরুন!
কোনো রিস্ক নেই
সমাজে দুইটি পক্ষ থাকে এবং আছে।
৯ মার্চ ২০২০
Advertisement