ক্যাপ্টেন
মোহাম্মদ সেলিম
জাহাজ ঘুরাও ক্যাপ্টেন
লবণাক্ত জল-নেশা
থামাতে হবে।
বিপুল জলরাশি
উল্লাসে মাতোয়ারা
বিজয় পতাকা
উড়ছে দাউ দাউ
তবুও পরাজিত আমরা।
মৃত নাবিকের ফসিল
ঝুলিতেছে দরজায়
বাগানে ফুল নেই একটিও
জাহাজ ঘুরাও ক্যাপ্টেন
আত্মজয়যাত্রায় যেতে হবে।
Advertisement