ক্ষমা করে চলে যাও -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
873
www.natorekantho.com

ক্ষমা করে চলে যাও

কবি শাহিনা খাতুন

 

জল্পনা কল্পনা যে অব্দি পৌঁছেনি এখনো
যদি সে হঠাৎ দরজায় কড়া নাড়ে
হয়তো করার কিছু থাকবেনা
তবুও মৃদু হেসে তাকে বসতে দিতে হবে
বলতে হবে ভালো আছো?
অপ্রত্যাশিত দূর্জন হলেও বলতে হবে
দয়া করে চলে যাও
বড় দরিদ্র এ সংসার
বড় অজ্ঞানতার এ জনম
ক্ষমা করে চলে যাও তার কাছে
যার কাছে আছে জমা জীবনের অনেক ঋণ।
এখানে এখনো মানুষ পান্তা খায়
ইলিশ পান্তা নয়
শুকনো মরিচ আইয়োডিনবিহীন নুন
আর একটু জল ভিজানো ভাত।
এক সপ্তাহ কাজ না থাকলে
এখনো অনেক মানুষ ঘুমের ঘোরে ডুকরে কাঁদে
কত মা অসুধ না খেয়েই চলে যায়
রোজদিন বাপ দাদার জমিন বিক্রি হয়
বাবার এঞ্জিওগ্রাম করতে।
এখানে কোন ডায়েট চার্ট নেই
আলু আর ভাত একসাথে খায়
তিনশো পঁয়ষট্টি দিন।
মদনের দিন পঞ্চাশ টাকা রোজগারের সাথে
যোগ করে আয়ের গড় করা হয়
মদনের ছোট একটা চায়ের দোকান
দু-চার প্যকেট বিস্কুট চিপস আর চা
সাথে আছে নানা সাধের পান
এখন সে পুরোপুরি বেকার
সেও কবিতা ভালবাসে খুব
বাউল গানের সুরে সেও কাঁদে
কিন্তু এখন তার আর কিছুই ভালো লাগেনা।

৫/৪/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিলো চা দোকানী
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় এমপি’র নিজ অর্থায়নে, বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ !!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে