ক্ষমা করে চলে যাও
কবি শাহিনা খাতুন
জল্পনা কল্পনা যে অব্দি পৌঁছেনি এখনো
যদি সে হঠাৎ দরজায় কড়া নাড়ে
হয়তো করার কিছু থাকবেনা
তবুও মৃদু হেসে তাকে বসতে দিতে হবে
বলতে হবে ভালো আছো?
অপ্রত্যাশিত দূর্জন হলেও বলতে হবে
দয়া করে চলে যাও
বড় দরিদ্র এ সংসার
বড় অজ্ঞানতার এ জনম
ক্ষমা করে চলে যাও তার কাছে
যার কাছে আছে জমা জীবনের অনেক ঋণ।
এখানে এখনো মানুষ পান্তা খায়
ইলিশ পান্তা নয়
শুকনো মরিচ আইয়োডিনবিহীন নুন
আর একটু জল ভিজানো ভাত।
এক সপ্তাহ কাজ না থাকলে
এখনো অনেক মানুষ ঘুমের ঘোরে ডুকরে কাঁদে
কত মা অসুধ না খেয়েই চলে যায়
রোজদিন বাপ দাদার জমিন বিক্রি হয়
বাবার এঞ্জিওগ্রাম করতে।
এখানে কোন ডায়েট চার্ট নেই
আলু আর ভাত একসাথে খায়
তিনশো পঁয়ষট্টি দিন।
মদনের দিন পঞ্চাশ টাকা রোজগারের সাথে
যোগ করে আয়ের গড় করা হয়
মদনের ছোট একটা চায়ের দোকান
দু-চার প্যকেট বিস্কুট চিপস আর চা
সাথে আছে নানা সাধের পান
এখন সে পুরোপুরি বেকার
সেও কবিতা ভালবাসে খুব
বাউল গানের সুরে সেও কাঁদে
কিন্তু এখন তার আর কিছুই ভালো লাগেনা।
৫/৪/২০২০