ক্ষমো হে আমায়
কবি বেণুবর্ণা অধিকারী
আজ যদি মৃত্যু হয়
কাল তবে বেজে উঠুক ঘন্টাধ্বনি
আমি আলতাদীঘি থেকে লালপদ্মফুলে সাজাবো মৃত্যুবাসর
লাউয়াছড়া বনের দীর্ঘগাছের সাথে ওৎপ্রোত মিশে থাকা আমি
আরো কিছুক্ষণ চাইবো ক্ষমা প্রার্থনা
নির্বিচারে বৃক্ষ ও প্রানীধ্বংসের অনুতাপে
কখনো ভাবিনি
আমি যা সৃষ্টি করিনি
তা নষ্ট করার অধিকার আমার নেই
আমি ক্রমান্বয়ে দখল করেছি
নদী পাহাড় সমুদ্র
আজ আমরা কাঁদছি
আমাদের এই অকালমৃত্যুতে
প্রকৃতি আজ বিমূঢ়
Advertisement