“গগণ ছুঁয়ে যায়” কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
659
www.natorekantho.com

“গগণ ছুঁয়ে যায়”

কবি শিরিন আফরোজ

কাননে ফুটিল ফুল
রঙে,ঘ্রাণে বিভোর,
ভ্রোমর গান গেয়ে যায়
কানন মুখর।
গগণো তলে নানা ফুল ফল
পাখির কলতান
ব্যস্ত শহর,
গগণে তারার মেলা
হাসছে সন্ধ্যা তাঁরা,
জোসনার হাতছানিতে
চিত্ত দেয় নাড়া।
বাঁকা চাঁদ ভেসে আছে
গগণও মাঝে,
আলোর পরশ বুলায়
নিরবো সাজে।
সুখ পাখি উড়ে উড়ে
ঘুরে দেখে সব,
শান্তিরা চলে আসে
খুঁজে নেয় ঘর।
আপন মনে স্বপ্নবোনা
অল্পতে সুখ,
জীবনের বাতিঘর
আনন্দে বাঁচুক।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ফিরে দেখা”- শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা
পরবর্তী নিবন্ধ“ভূমিহীন” কবি শাহিনা খাতুন’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে