“গগণ ছুঁয়ে যায়”
কবি শিরিন আফরোজ
কাননে ফুটিল ফুল
রঙে,ঘ্রাণে বিভোর,
ভ্রোমর গান গেয়ে যায়
কানন মুখর।
গগণো তলে নানা ফুল ফল
পাখির কলতান
ব্যস্ত শহর,
গগণে তারার মেলা
হাসছে সন্ধ্যা তাঁরা,
জোসনার হাতছানিতে
চিত্ত দেয় নাড়া।
বাঁকা চাঁদ ভেসে আছে
গগণও মাঝে,
আলোর পরশ বুলায়
নিরবো সাজে।
সুখ পাখি উড়ে উড়ে
ঘুরে দেখে সব,
শান্তিরা চলে আসে
খুঁজে নেয় ঘর।
আপন মনে স্বপ্নবোনা
অল্পতে সুখ,
জীবনের বাতিঘর
আনন্দে বাঁচুক।
Advertisement