অনেকের ধারণা, সবচেয়ে ধনী শ্রেণী সম্ভবত গণমাধ্যমকর্মীরা। সমকালীন প্রেক্ষাপটে আমার এমন-ই ধারণা জন্মেছে। করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে নিয়মিত। এগুলো আবার কাভারেজের আওতায় আনছি আমরাই। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে সচেতনতাসহ সকল খবর পোঁছে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই মুখ ফুটে হয়তো কিছু বলতে পারছেনা। ব্যক্তিত্বের কাছে দারিদ্রতা হার মানছে। হাতে গোনা কয়েকটা মিডিয়া হাউজ নিয়মিত বেতন দেয়। আর বাকিরা হাহাকারময় জীবন কাটাচ্ছে। নীতি নির্ধারকদের এই বিষয়গুলো ভাবা উচিত।…..