“গন্ধম”
কবি আজাদুর রহমান
গন্ধম, তোমার কাছে ঋনী,
তুমি, প্রেমের ফল।
ঈশ্বর, তোমার কাছে ঋনী,
তুমি, দারুন রোম্যান্টিক।
দূরে গেলে জোছনার চিতল
কুয়াশার বন, উজালা হরিণ
নাজিল হতে হতে -আমাকে বলে,
নারী তোমার প্রিয়।
গন্ধম ক্লিষ্ট তাম্র-ঘাম
স্বর্গের বারান্দায় কাম-ঘ্রানে
ঝুলে পড়া আসমান
অথবা সদ্য সুদর্শন শয়তান-আমাকে বলে
নারী তোমার প্রিয়।
Advertisement