গুচ্ছ অভিযোগ
কবি নূরনাহার নিপা
একদম শুন্য হাতে ফেরাওনি আমাকে,
দিয়েছো বাঁধ ভাঙা চোখের জল।
যা ভরা শ্রাবণের অঝোর ধারার মতো আমার দুচোখ বেয়ে নেমে যায়।
দিয়েছ গোলাপের ন্যায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ, বুকের অলিন্দে থরে থরে সাজিয়ে রেখে রেখেছি তা।
জমানো আছে বুকে একরাশ যন্ত্রণা, হতাশা।
যেখানে শ্মশানের পোড়া কাঠগুলির সঙ্গে রাত্রির গভীর নিস্তব্দতাও বিরাজ করছে।
বলেছিলে- একদিন তুমি আমার মাঝে খুঁজে পেয়েছিলে তোমার ভালোবাসা।
আজ তোমার শত সহস্র অভিযোগের মাঝে সেই ভালোবাসা তলায় চাপা পড়ে গেছে।
উষর যে ভূমি এতদিন সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল।
তা ধূ ধূ মরুতে অগুনিত ক্যাকটাসের সাজে সজ্জিত।
এতো কাঁটা বুকে নিয়েও তোমার জন্য ভালোবাসার ফুল বুকে নিয়ে দাঁড়িয়ে আছি।
এতো কষ্ট তুমি আমাকে দিয়েছ, জানি না তবু কি কারণে তোমার প্রতি এই আকর্ষণ।
নিজেকেই নিজে এখন ঘৃণা করি একটা আত্মমর্যাদাহীন মানুষ বলে।
কিন্তু আশ্চর্য তোমার প্রতি ঘৃণা আসছে না।
যদি সেটা আসতো তবে হয়ত এতো কষ্ট হতো না।
এই যে তোমার দেওয়া নিদারুণ কষ্ট বয়ে বেড়াচ্ছি, সেই অনুভূতির কেমন সেই স্বাদ তুমিও একদিন পাবে।
দু’চোখের বয়ে যাওয়া অজস্র জলের হিসাব তোমাকে কড়ায় গণ্ডায় চুকাতে হবে।
অভিশাপ নয়,
এটা কালের নিয়মে বাঁধা জীবনের হিসাব।