সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ:
নাটোরের গুরুদাসপুরের প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে ঠাঁই হলো ঢাকার সাভারের ৫ সদস্যের এক যাযাবর(বেদে)পরিবারের। গত ১৫ এপ্রিল বুধবার রাতে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের সাবগাড়ি এলাকা থেকে গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়। উপজেলা প্রশাসনসুত্রে জানা গেছে, রাজধানী ঢাকার সাভার উপজেলার পোড়াবাড়ি বেদে পাড়ার বাসিন্দা রাশিদুল ইসলামের পরিবারের। তারা পেশায় যাযাবর(বেদে)। এ কারনে অন্তত ১০টি এলাকায় অবস্থান শেষে সর্বশেষ নাটোরের সিংড়া হয়ে গুরুদাসপুরের সাবগাড়িতে অবস্থান নেন। তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের ঠাঁই হয় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে। প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে থাকা মোছাঃ সালমা খাতুন মুঠোফোনে জানান, জিবিকার প্রয়োজনে আমরা ঢাকা থেকে বিভিন্ন এলাকা ঘুরে সর্বশেষ গুরুদাসপুরের সাবগাড়িতে আমার খালাত ভাইয়ের বাসায় অবস্থান করছিলাম। আমার সাথে আমার স্বামীসহ তিন সন্তান মিলে ৫ জনই কোয়ারেন্টাইনে অবস্থান করছি। উপজেলা প্রশাসন থেকে আমাদের দেখ-ভালসহ খাদ্যের ব্যবস্থা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানী ঢাকা থেকে ওই যাযাবর পরিবার বিভিন্ন এলাকা ঘুরে গুরুদাসপুরে এসেছেন। সেকারনে তারা করোনার বাহক হতে পারে। করোনা ভাইরাস একটি সংক্রামিত রোগ। একজন থেকে অন্যজনে ছড়ানো এড়াতে তাদের গুরুদাসপুরের প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।