গুরুদাসপুরে চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার

0
675
Tran

 সন্দীপ কুমার,গুরুদাসপুর:মহামারী করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে সাময়কি কর্মবিরতীতে থাকা চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। রোববার সকালে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত ৮০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে ওই সামগ্রী উপহার দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, আ’লীগ নেতা মাসুদ সরকার সহ প্রমুখ। আহম্মদ আলী মোল্লা আর জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার কর্মহীন, অসহায়, হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হবে। এর আগে করোনায় কর্মহীন অসহায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমার এই খাবার সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধব্যর্থতার দায়ভার নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত -দুলু
পরবর্তী নিবন্ধনাটোরের আওয়ামীলীগ প্রবীন নেতা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের ইন্তেকাল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে