গুরুদাসপুরে শিশু ধর্ষন চেষ্টায় যুবক আটক

0
648
Rape

গুরুদাসপুর প্রতিনিধি, নাটোরকন্ঠঃ
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে রানা ফকির (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের আনন্দ নগর গ্রামে। অভিযুক্ত রানা ফকির ওই গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে।
শিশুটির পিতা  জানান, ঈদুল ফিতর উপলক্ষে পাশ^বর্তী বামনকোলা গ্রামের মিলন হোসেনের শিশু ছেলে মেহেদী (৮) আমাদের বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে আসে। সোমবার (ঈদের দিন) দুপুরে আমার মেয়ে ভাত খেতে বসে। এমন সময় মেহেদী আমার শিশুকে বলে রানা তোমাকে ডাকছে। পরে ওই শিশুকে একা পেয়ে রানা কৌশলে মেহেদীকে দূরে খেলতে বলে পাশের নির্জনস্থানে গননা খেলার কথা বলে ওই শিশুকে চোখ বেধে মুখে তরল জাতীয় কিছু খাইয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। এমন সময় ওই শিশুটির চিৎকার শুনে শিশু মেহেদী এগিয়ে গেলে অভিযুক্ত রানা ফকির তাদের রেখে চলে যায়। পরে শিশুটি দুপুরে এসে ঘটনাটি তার মাকে জানায়। জিজ্ঞাসাবাদে রানা এলাকাবাসির কাছে তার অপকর্মের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এলাকাবাসি।
এঘটনায় শিশুটির পিতা  বাদী হয়ে সন্ধ্যায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করে। রাতেই গুরুদাসপুর থানার এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রানা ফকিরকে আটক করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ধর্ষন চেষ্টার মামলা রুজু করে অভিযুক্তকে আটক করা হয়েছে।#

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনা প্রতিরোধে আওয়ামীলীগের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেন বিএনপি নেতা দুলু
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ধান মাড়াই করা মেশিনের নিচে পড়ে স্কুল ছাত্র নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে