সমাজসেবক রনির খাদ্যসামগ্রী উপহার অব্যাহত প্রতিনিয়ত
সন্দীপ কুমার, গুরুদাসপুর
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্ব এখন নীরব। এই ভাইরাসের সংক্রমণে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা লকডাউন চলছে। গুরুদাসপুর উপজেলার নিম্ন আয়ের অসহায় মানুষদের খুঁজে সমাজসেবক সরদার আব্দুস সালাম রনির উদ্যোগে প্রতিদিন বিভিন্ন আইটেমের খাদ্যসামগ্রী উপহার অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, প্রতিদিনের মত আজকেও ২০০টি দুস্থ পরিবারের জন্য এই খাদ্য সামগ্রী প্রস্তুত করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আটা, চিড়া, আলু, বিস্কুট, কেক, সাবান । মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই বাড়িবাড়ি গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন পৌরসদরের খামারনাচকৈড় মহল্লার হাজী খাদেমুল ইসলামের ছেলে সরদার আব্দুস সালাম রনি। করোনা মোকাবিলায় তিনি দেশ ও মানুষের কল্যাণে নিত্যনতুন কাজ করে চলেছেন।
এই সমাজসেবক বলেন- ‘করোনা ভাইরাস মোকাবিলায় ও মানবতার জয়ের লক্ষ্যে নিজেই দুস্থদের বাড়িবাড়ি গিয়ে সমস্যার কথা জানছে ও সাধ্যমত সমস্যা সমাধান করার চেষ্টা করছে এবং সবাইকে ঘর থেকে বাইরে বের হতে নিরুৎসাহিত করছে।