সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের ইসলামী ব্যাংকের শাখায় সকাল থেকেই উপচে পড়া ভীর লক্ষ করা গেছে। দেখা যায় সামাজিক দূরত্ত্ব বজায় না রেখেই চলছে কার্যক্রম। এতে ব্যংক সংশ্লিষ্ট আর গ্রাহক সবাই রয়েছে স্ব্যাস্থ্য ঝুকিতে। আজ বুধবার সকাল দশটার দিকে গুরুদাসপুর পৌরসভা চাঁচকৈড় বাজারের ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায় লেনদেন শুরু হয় দূরত্ব বজায় না রেখেই। ইসলামী ব্যাংকের দোতালা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত লোকজনের ভিড় জমায় এতে কোন দূরত্ব বজায় থাকছে না। ব্যাংক কতৃপক্ষের কোন কথা গ্রহক শোনছেন না এতে করে বিপাকে ব্যাংক কতৃপক্ষ। এই শাখা ১০ দিন বন্ধ রাখার পরে আজ লেনদেন শুরু হোলে তাতে গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জন সচেতনতা কাজ করছে না, মানুষ করোনার ভায়াবহতা হয় বুঝতে পারছে না নয়তো বুঝেই মানছেন না উল্লেখ করে এক শিক্ষক জানান, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ থেকে মুক্তির উপায় নেই। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কা,না করেন তিনি।