গুরু আর গোসাই -বুলবুল আহমেদ‘এর ছড়া

0
669
Bulbul Ahmed

গুরু আর গোসাই

ছড়াকার বুলবুল আহমেদ

কত লোকে অনাহারে, কত জন দিচ্ছে ত্রাণ!
মানুষ মানুষের পাশে দাড়ানোর বিনীত আহ্বান।
তুমিও দেখছি ভালই চালু, কত মহান ফেসবুকে!
সংকটে কি তোমার মাথাটা রেখেছো আমার বুকে?

বেহেস্ত ঘরটা দোজখ লাগে, সবাই মুখ তাকায়।
একটুখানি প্রাণটা খুলে কথা বলা না যায়!
মুখটা দেখে মনের খবর পড়তে কেহ পারে,
আঁড়ি দিয়ে থাকবো আড়াল, ইচ্ছেমত করে!

যে যা-ই ভাবে ভাবুক লোকে, দেবো নাকো কান,
একলা আছি বেশ তো আছি, নাইকো পিছুটান!
মরবো নাকি বাঁচবো, ভাবার মত সময় হাতে নাই!
যতক্ষণই আছি বেঁচে, মজবো গুরু আর গোসাই।

বুলবুল আহমেদ
হোম কোয়ারান্টাইন
০৮.০৪.২০২০

Advertisement
উৎসBulbul Ahmed
পূর্ববর্তী নিবন্ধসামান্য -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধহিড়িক -ভাস্কর বাগচী‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে