গুরু আর গোসাই
ছড়াকার বুলবুল আহমেদ
কত লোকে অনাহারে, কত জন দিচ্ছে ত্রাণ!
মানুষ মানুষের পাশে দাড়ানোর বিনীত আহ্বান।
তুমিও দেখছি ভালই চালু, কত মহান ফেসবুকে!
সংকটে কি তোমার মাথাটা রেখেছো আমার বুকে?
বেহেস্ত ঘরটা দোজখ লাগে, সবাই মুখ তাকায়।
একটুখানি প্রাণটা খুলে কথা বলা না যায়!
মুখটা দেখে মনের খবর পড়তে কেহ পারে,
আঁড়ি দিয়ে থাকবো আড়াল, ইচ্ছেমত করে!
যে যা-ই ভাবে ভাবুক লোকে, দেবো নাকো কান,
একলা আছি বেশ তো আছি, নাইকো পিছুটান!
মরবো নাকি বাঁচবো, ভাবার মত সময় হাতে নাই!
যতক্ষণই আছি বেঁচে, মজবো গুরু আর গোসাই।
বুলবুল আহমেদ
হোম কোয়ারান্টাইন
০৮.০৪.২০২০
Advertisement