গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

0
583
গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু

শিমুল আলী : নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে শাহাজালাল (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মাহারজপুর গ্রামের রফিকুল মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে গ্যাস ট্যাবলেট খায়,পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে আনুমানিক রাত ১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লালপুর অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅসৎ সঙ্গ ত্যাগ করে তরুণদের ক্রীড়া চর্চার আহবান এমপি বকুলের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে