ঘরে আছি -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
400
Shupti Jaman

ঘরে আছি

কবি সুপ্তি জামান

মাঝে মাঝে সময় থমকে দাড়ায়
আমায় বলে ঢেড় ছুটেছো
এবার একটু বিশ্রাম করো দেখি!
মাঝে মাঝে আমি আকাশের শূণ্যতায় দেখি জীবনের প্রতিচ্ছবি
রঙহীন ক্যানভ্যাস
সূর্য তারে রাঙায় যখন যেমন খুশি
এমনও আকাশ আছে যেখানে কোন সূর্য নেই
মেঘেদের মচ্ছব বার মাস।
জানালার ওপাশে দেখি পাখিদের দৈনন্দিন জীবনের কত শত আয়োজন
তৃপ্তিতে গান গায় অনুক্ষণ
মানুষ তো পাখি নয়।
একটি পাখিও মানুষের চেয়ে অধিক তৃপ্তিতে বাঁচে!
মানুষের জীবনে অবসর আসে
বিষাদের বিউগল বাজিয়ে
হারানো দিনের মধুময় স্মৃতি ছড়ায় বেদনা নিলীমায়।
ঘর ছিল না বলে কত ক্ষেদ ছিল মনে
আজ ঘরে আছি বলেই বাহির পানে মন ছুটে যায়।
মানুষের কোলাহলে ঘুম টুটুে গিয়েছিল পৃথ্বীর
আজ পৃথিবী ঘুমায় অবসর কোলে নিয়ে
অবসাদ বুকে নিয়ে মানুষ শুধু জেগে রয়।
ঘর আছে যার সে না হয় থাকুক আজ ঘরে
ঘর নাই যার সে কোথায় রবে?
ঘরহীন ঘরেওতো কত শত মানুষ রোজ বেঁচে রয়।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধবিল গেটসের দৃষ্টিতে করোনা কোভিড-১৯ থেকে আমরা আসলেই কি শিক্ষা নিতে পারি ?
পরবর্তী নিবন্ধকরোনায় মারা গেলেন সাংবাদিক আব্দুল হাই স্বপন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে