“ঘুমের কুঁড়ি”- শা ফি ক আ ফ তা ব-এর কবিতা

0
594
shofik

ঘুমের কুঁড়ি
শা ফি ক আ ফ তা ব

দেহের ভাঁজে, আনাচে কানাচে লেগে থাকা ভালোবাসা,
বাসি উত্তাপ, উষ্ণতা আর ব্যবহার্য আনন্দের খোসা __
সকালের জলধারায় ধুয়ে মুছে হই যন স্বচ্ছ নবপল্লব ;
চারপাশে আলো, ঝলমলে রোদ খেয়ে যেন অভিনব।

সারারাতভর ভালোবাসার ভুরভুরি উঠেছে গহীন দিঘির জলে,
রঙিন মাছের দুরন্ত চলাচলে আহা কেমন বিহবলতা !
ফুটন্ত কফির জলে প্রেমগুলো করছিলো কেমন টগবগ, কোলাহলে,
হাওয়ার ব্যঞ্জনায় ফুটছিলো গীতিকবিতা।

ঘুমের কুঁড়িগুলো লেগে থাকে চোখের পাতায়,
আবেশগুলো উত্তাপ ছড়ায় পুলকের সুগোল ফুটবলে __
খেলার মাঠে লকলক ঘাসেরা আকাশের নীল চায় ;
আমরা দুজন কাছাকাছি হয়েছি গতরাতে, কোন মন্ত্রবলে।

দেহের ভাঁজে আনাচে কানাচে লেগে থাকে ভালোবাসা __
সকালের রোদে ধুয়ে, ঝেড়ে ফেলি বাসি পুলকের খোসা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘বাবার চোখে প্রবীণ আশা’ কামরুল হাসান কামু
পরবর্তী নিবন্ধ“শুভ জন্মদিন”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে