ঘুমের কুঁড়ি
শা ফি ক আ ফ তা ব
দেহের ভাঁজে, আনাচে কানাচে লেগে থাকা ভালোবাসা,
বাসি উত্তাপ, উষ্ণতা আর ব্যবহার্য আনন্দের খোসা __
সকালের জলধারায় ধুয়ে মুছে হই যন স্বচ্ছ নবপল্লব ;
চারপাশে আলো, ঝলমলে রোদ খেয়ে যেন অভিনব।
সারারাতভর ভালোবাসার ভুরভুরি উঠেছে গহীন দিঘির জলে,
রঙিন মাছের দুরন্ত চলাচলে আহা কেমন বিহবলতা !
ফুটন্ত কফির জলে প্রেমগুলো করছিলো কেমন টগবগ, কোলাহলে,
হাওয়ার ব্যঞ্জনায় ফুটছিলো গীতিকবিতা।
ঘুমের কুঁড়িগুলো লেগে থাকে চোখের পাতায়,
আবেশগুলো উত্তাপ ছড়ায় পুলকের সুগোল ফুটবলে __
খেলার মাঠে লকলক ঘাসেরা আকাশের নীল চায় ;
আমরা দুজন কাছাকাছি হয়েছি গতরাতে, কোন মন্ত্রবলে।
দেহের ভাঁজে আনাচে কানাচে লেগে থাকে ভালোবাসা __
সকালের রোদে ধুয়ে, ঝেড়ে ফেলি বাসি পুলকের খোসা।
Advertisement