চন্দ্রাহত
——রিংকু
পুব আকাশে দৃষ্টিগোচর এক রূপসী চাঁন
পূর্নীমাতে পূর্ণ যৌবন,ছড়ায় রূপের বাণ।
রূপবতী পূর্নীমা চাঁদ, আড় নয়নে চায়
তার রূপের মায়ায় পড়ে মন উদাস হয়ে যায়।
অনেক তিমির নিদ্রাবিহীন,মধুময় ক্ষন গত
কতশত কবি,রথি-মহারথি হয়েছে চন্দ্রাহত।
চন্দ্রাবতী অহংকারী সবাই তাকে চায়,
তাইতো সে একলা থাকে, নিঝুম-নিরালায়।
শোন ওগো চন্দ্রাবতী, শোন দিয়া মন
এ গ্রহেতেও তোমারই মতন আছে আরেক জন।
তোমার চেয়েও সুন্দরী সে অপ্সরা ন্যয় নারী
মায়াবী চোখের চাহনিতে,মন করে নেয় চুরি।
তারই স্বপ্নে বিভোর থাকি,হৃদয় পূর্ণ মায়া
তাকে ভেবে তোমায় দেখি, খুঁজি তোমার ছায়া।
নির্ঘুম কাটে কত রজনী,স্বপ্ন অবিরত
চন্দ্রাবতী তোমার আশায়,হয়েছি চন্দ্রাহত।
১১/০১/২০২০ইং উঃ বঃ নাটোর।
Advertisement