“চরিত্রাভিনেতা” – আসাদজামানের কবিতা

0
548
asadjaman, natore

চরিত্রাভিনেতা
——–আসাদজামান

আমাদের পাড়া গাঁয়ে এখনো কানাঘুঁষা চলে
আবার নাকি শুরু হবে যাত্রাপালা!
কে কোন চরিত্র ফুটিয়ে তুলবে, নিয়মিত চলবে তার
অনুশীলন।
ঘোষণাপত্রে বলা হয়েছে চরিত্র পেতে হলে অনুপস্থিত
থাকা যাবেনা। যারা অভিনয়ে ইচ্ছুক –
মনে মনে এখন থেকেই চলছে তার প্রস্তুতি।
আমাকে জোর করে দেয়া হয়েছে কোন একটা চরিত্র।
আমি রাজি হইনি। অবশেষে আমার নিত্য কাজকর্ম
কে জোর করে পালায় ঢুকিয়ে দেবে বলে শাসিয়েছে ওরা।
মানুষতো জন্মগতভাবে শিল্পী। শিল্পের সকল শাখায়
একে একে বিচরণ করে মানুষ। তবু কেন পালায়
তাকে অভিনয় করতে হবে! সাফ জানিয়ে দিয়েছি
আমি ওসবের মধ্যে নেই। যে আমি অনুশীলনে ব্যস্ত
থাকি প্রতিনিয়ত, অভিনয় করি সারাক্ষণ পৃথিবীর রঙ্গমঞ্চে, নতুন কোন পালায় আমি আর এনগেজ হতে
চাইনা।
০৫.০১.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রাষ্ট্র নয় সমাজ শক্তি জরুরী” – জাকির তলুকদার
পরবর্তী নিবন্ধ“বৃক্ষমঙ্গল”- এম আসলাম লিটনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে