চরিত্রাভিনেতা
——–আসাদজামান
আমাদের পাড়া গাঁয়ে এখনো কানাঘুঁষা চলে
আবার নাকি শুরু হবে যাত্রাপালা!
কে কোন চরিত্র ফুটিয়ে তুলবে, নিয়মিত চলবে তার
অনুশীলন।
ঘোষণাপত্রে বলা হয়েছে চরিত্র পেতে হলে অনুপস্থিত
থাকা যাবেনা। যারা অভিনয়ে ইচ্ছুক –
মনে মনে এখন থেকেই চলছে তার প্রস্তুতি।
আমাকে জোর করে দেয়া হয়েছে কোন একটা চরিত্র।
আমি রাজি হইনি। অবশেষে আমার নিত্য কাজকর্ম
কে জোর করে পালায় ঢুকিয়ে দেবে বলে শাসিয়েছে ওরা।
মানুষতো জন্মগতভাবে শিল্পী। শিল্পের সকল শাখায়
একে একে বিচরণ করে মানুষ। তবু কেন পালায়
তাকে অভিনয় করতে হবে! সাফ জানিয়ে দিয়েছি
আমি ওসবের মধ্যে নেই। যে আমি অনুশীলনে ব্যস্ত
থাকি প্রতিনিয়ত, অভিনয় করি সারাক্ষণ পৃথিবীর রঙ্গমঞ্চে, নতুন কোন পালায় আমি আর এনগেজ হতে
চাইনা।
০৫.০১.২০২০
Advertisement