চাইছি ধার ভালবাসা- – রুদ্র অয়নের কবিতা

0
667
Rudro
চাইছি ধার ভালবাসা
রুদ্র অয়ন

এই মেয়ে শোনো,
তোমার কাছে কি
ভালোবাসা ধার পাওয়া যাবে?

নিখাঁদ হৃদয়ের
একমুঠো প্রেম
এক চিলতে ভালবাসা
দেবে ধার আমায়?

অনেক দিন
হৃদয়ের মাঝে
বেশ টানাটানি যাচ্ছে,
একখন্ড ভালবাসা
দরকার ভীষণ।

কথা দিচ্ছি,
হৃদয় দিয়ে
সব ভালবাসা
শোধ করে দেবো।

মনের গহীনে খুব শূন্যতা
ভীষন টানাটানি চলছে,
ধার চাইতে লজ্জাও লাগে,
কিন্তু কি করবো বলো?
মনের মাঝে ক্ষুধা রেখে
লজ্জা করে তো
আর লাভ নেই।

দেবে আমায়
ভালোবাসা ধার?
তোমার ধার শোধ করে দেবো,
বিশ্বাস করতে পারো আমাকে।
কথার খেলাপ আমি করিনা।

হৃদয় দিয়ে ভালবেসে
তোমার সব ভালবাসা
শোধ করে দেবো আমি।

দেবে কি আমায়
পাওয়া যাবে কি
তোমার থেকে
ভালোবাসা ধার?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর ইউনাইটেড প্রেসক্লাবে সাংবাদিকের সাথে আওয়ামীলীগ নেতার মতবিনিময়
পরবর্তী নিবন্ধগ্রাম্য মহাজনের মাসিক সুদের হার ৪০%..দেখার কেউ নেই??- ছাত্রের খোলা চিঠি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে