“চিত্রকল্প”
কবি পলাশ সাহা
১.
যদি ফিরতে পারি মৃত পাখির পালকে প্রাণ দেব
অগ্রহায়ণের প্রকৃতিতে খুঁজে নেবো নতুন ধানের সুবাস
নিয়তিকে বলে দেব-তুমি এত মুগ্ধ কেন ? চঞ্চল কেন ?
নতুন বৌয়ের কোমল গন্ধে একাকার হয়ে যাবে গোটা বাড়িঘর।
২.
যদি ফিরতে পারি, রঙ করা মুখগুলো
শিউলি রঙ দিয়ে ঘষে ঘষে প্রকৃতিময় করে দেব।
মনে রেখো তুমি, পোড়া আগুন কখনো কখনো জ্বলে ওঠে।
কারো কারো প্রাণময় জীবনের আকাঙ্ক্ষার সীমানায়।
৩.
যদি ফিরতে পারি কাদামাটি ছেনে ছেনে মাটির মানুষ বানাবো,
পাথরকুঁচির পাতা দিয়ে সাংসারিক খেলা খেলবো।
দুপুর গড়িয়ে বিকালকে টেনে আনবো, যদি ফিরতে পারি
কথা দিলাম তোমাকে সারা জীবনের মতো মুক্তি দেব।
Advertisement