‘চিরঞ্জীব’
…কামরুল হাসান কামু
(উৎসর্গ: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে )
একজন প্রেমিক নিদ্রা-অনিদ্রার ভেতরে-
সুবর্ণ পলাশের গল্প বলে যেতো জনসমুদ্রে,
একজন প্রেমিক নিদ্রা-অনিদ্রার ভেতরে-
মিহিন বাতাসে শিমুলের গল্প বলে যেতো নদীআশ্রমে।
সুবর্ণ গোলাপের পাপড়ির চোখে একেঁ বেড়াতো সীমানাচিত্র।
একজন প্রেমিক,কবির মতন গোলাপের রঙে
দেশ রাঙাতে শিউলিরাত জেগে-
মাছরাঙা নীল আকাশ দেখতো পায়রা ঘরে।
সেই প্রেমিক-ই বন্দী-বন্দী খেলা আর হুলিয়ার হুশিয়ারি ভেঙে-
৬ দফার কথা বলেছিলো বাঙালির রুদ্র সময়ে।
একজক রাষ্ট্রপ্রেমিক,শত্রুর কাকড় ও কঙ্কণ ভেঙে,
মাটির কাব্য লিখেছিলো এই বাংলায় বসে।
আমি তার আকাশ ছুঁয়ে ছুঁয়ে দেখি,সে চিরঞ্জীব।
আমি তার নদীগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি,সে চিরঞ্জীব।
আমি তার সবুজিয়া আশ্রম ছুঁয়ে ছুঁয়ে দেখি,সে চিরঞ্জীব।
আমি তার কবিতার কথা মুখে তুলে বলি,সে চিরঞ্জীব।
Advertisement