ছায়া’মা || ওয়াহিদ জালাল
আদরের সহিত কিছুতেই মাটিকে ভেদ করা যায় না মা,
ভালবাসা একসময় আশায় সাঁতার দেয়,
তোমার আত্মার শান্তি কামনায়।
আজও ঘরময় তোমার জন্য
এক নীরব নিঃশব্দ প্রতীক্ষা জিকির করে ।
মাটির প্রদীপ নিভে যাবার আগে কেউ বুঝিনি
সে অমূল্য ছিলো কতো।
যার মমতার অপেক্ষায় বিষাদ বুকে
শূন্যতায় ফুরিয়ে যায় প্রতিদিন অবিরত।
০৫,০২,২০২০
রেইনহিল,ইংল্যান্ড
:::::::::::::::::::::::::::::::::::::::::
ছায়া’মা || ওয়াহিদ জালাল
পৃথিবীর বিছানা শুদ্ধ নয় মা
বিপুল দূরত্বে ওখানে ভালো থেকো ।
তবুও বুকের ভেতর ক্ষত থাকে
ঘাসের উপর যখন দেখি শূন্য আতরের শিশি
ভালো থেকো মা ভালো থেকো
আহারে সেই সার্থহীন ভালবাসাবাসি ।
০৫.০২.২০১৯
ম্যানচেস্টার, ইংল্যান্ড
::::::::::::::::::::::::::::::::::::::::::
ছায়া’মা ॥ ওয়াহিদ জালাল
নিবিড় কাজল চোখে সুবেহসাদেক,
খুব সাবধানে পৃথিবীর ঠোঁটে মিশে গেলো।
সেদিন ভোরে সময় এতো বেহুশ ছিলো যে,
ভালোবাসার আদি অক্ষর চোখের জলে
ভাসতে ভাসতে খাঁচার বদ্ধ পাখির মতোন অসহায়,
মমতার জরিপ সেরে লাবণ্যও নির্বাক।
মা,
স্মৃতির চাদরে তোমার মমতার সুবাস ছড়ায়
আজো দুপুরের বাতাসে আশার গর্জন।
তোমার অমলিন প্রার্থনার হাত, কপাল
আজ যে কুসুম শয্যায় সৃজনের দৃপ্ত অহংকার,
সেই ছায়াটি একবার এসে আমাদের মাখিয়ে যেও।
মা,
পদ্মার জলে সকাল, দুপুর আর সন্ধ্যায়
তোমার নামে গেয়ে উঠে কতো দয়াময় ভাটিয়ালী।
চোখের জলে ভেসে যাওয়া যায়না জানি,
তবু মেঘের কোনো ভাগ্যহত তৃষ্ণা,
ঘুম বিনাশী চোখে ভাসায় তোমাকে স্বর্গের চাঁদের মতোন।
০৫.০২.২০১৮
ম্যানচেষ্টার, ইংল্যান্ড
::::::::::::::::::::::::::::::::::::::::
ছায়া’মা॥ ওয়াহিদ জালাল
মা,আজ সমস্ত বাড়িটি নীরব।
আমি কাতর অন্ধকার পরিভ্রমন করেছি তোমাকে খুঁজে
আর সৃজনকে বলেছি মঙ্গলময় রেখো মায়ের বিদেহী আত্মা,
আজও আগের মতো ঈশ্বরের কাছে বসে তোমার `লাবন্য’ কাঁদে
তার বুকের তৃষ্ণায় শান্তনা লিখতে আসে যখন তোমার মমতা।
৫.০২.০১৭
গিজবর্ন,ইংল্যান্ড
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছায়া’মা॥ ওয়াহিদ জালাল
আজকের এই দিনে তুমি ঘুমিয়েছিলে
আর দেখোনি চোখ মেলে,
কতো কাঁদে তোমার `লাবণ্য’ আজও
কতো ভাসে বেদনাময় চোখের জলে।
৫.০২.০১৬
রটেনষ্টল,ইংল্যান্ড
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছায়া’মা॥ওয়াহিদ জালাল
তুমি এভাবেই চলে গেলে
পৃথিবী আর জনমের মায়া ভুলে,
মা,তুমি ডাক দিও,
একা হবে পথ যখন নীরবে
দিশেহারা পথ চলে।
৫.০২.০১৫
আহমদ নগর,সিলেট
বাংলাদেশ