জাগো বাহে কোনঠে সবায়

0
617
news

নাটোর কন্ঠ : নাটোরের স্টেশন বাজার এলাকার একটি সংগঠন “জাগো বাহে কোনঠে সবায়” তাদের সংগঠনের যেকোন নাম্বারে ফোন করলেই সংগঠনের নিজ দায়িত্বে, কর্মহীন মানুষের বাড়িতে, খাদ্য পৌঁছে দিচ্ছে।

“জাগো বাহে কোনঠে সবায়” সংগঠনের সভাপতি মো. শাহাদৎ দোলন জানান, সামাজিক আন্দোলন আমাদের লক্ষ্য, দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি, আমরা আছি সাধারণ মানুষের পাশে। এই দুর্যোগ মোকাবেলায় আমরা সক্ষম হব, প্রয়োজন সকলের সহযোগিতা ও সচেতনতা, আপনারা বাড়িতে থাকুন আমরা আপনাদের দ্বারে, পৌছে দেব খাদ্য, আমাদের নাম্বারে যোগাযোগ করুন।

news

“জাগো বাহে কোনঠে সবায়” সংগঠনের উপদেষ্টা সম্পাদক মো. আব্দুস সালাম জানান, “জাগো বাহে কোনঠে সবায়” ২৩ সদস্যের একটি সংগঠন, এই সংগঠনের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে, সমাজের হতদরিদ্র, কর্মহীন মানুষের বাড়িতে, খাদ্য পৌঁছে দিচ্ছে, বিষয়টি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে, বাসায় থাকুন নিরাপদে থাকুন। জনোসমাগম এড়িয়ে চলার এবং নিজ নিজ মহল্লায় বহিরাগত কাউকে দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

news

যোগাযোগ
মো. শাহাদৎ দোলন, সভাপতি -০১৭২৩১০৬২১৭
মোস্তাকিম মুন্না, সহঃ সভাপতি -০১৭১৭৯০৬৬০৫
মো. রুবেল, সাধারণ সম্পাদক -০১৯১৬৬৫৩১৮৪
রোজাস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক -০১৭২৮২২৪৮৮০
তপু রায়হান, সাংগঠনিক সম্পাদক -০১৭১২৬৩৩৬৯৫
মো. নিরব, সাংগঠনিক সম্পাদক -০১৭২৮৭৩২৫২৮
মো. রিয়াজ, প্রচার সম্পাদক, মো. রনি দপ্তর সম্পাদক
সদস্য রাজু আহম্মেদ, হেলাল, ফিরোজ ০১৭৯৩০৫৫৪৫৩, আরিফ হোসেন ০১৮৩৫৯৪৭০৩৮, অনিক আহম্মেদ মো. মনি, আলিফ ০১৩৭৮৯৩৩৮৭, সৈসব ০১৭৭৩০৫৭৬৪২, আলামিন ০১৭০৩০২১৯৩০, মেহেদী রাকিব, মিলটন, জিতু, নিশাত, মো. ফয়সাল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বনপাড়া পৌর মেয়রের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়া পবিত্র শবে বরাত উপলক্ষে খাদ্য বিতরণ করলেন সাংবাদিক রবিন খান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে