জানো আমি কে?
ফিরোজা সামাদ
জানো কি তোমরা এই আমি কে?
কী আমার পরিচয়?
কোথা থেকে এলাম কী বা মোর নাম
ইতিহাসে কী কয় ?
কোথায় মোর বাড়ি কোথায়ই বা ঘর
কোথায় পূর্ণ ঠিকানা ?
যেথায় নীলাকাশ ছুঁয়ে গেছে প্রেমে
সেই পদ্মা মেঘনা যমুনা !!
যেথায় আকাশে নিঁযুত কোটি তারা
আনন্দে হাসায় আমায়,
শ্যামল কাজলে জোনাকিরা মিলে
মিটিমিটি আলো দেয় !!
উড়ে উড়ে আসে পরীদের বেশে
উড়তে শেখায় অামায়,
বহতা নদীরা নারীর মতোই
এঁকেবেঁকে বয়ে যায় !!
লাল টিপ পড়ে উদয় হবে বলে
দিবাকর যখন ভাবে,
তাহারই অাগে দোয়েল কোয়েল
জেগে ওঠে কলরবে !!
পথের পরে পথ খুঁজে যেথা
সম্মুখ পানে ধায়,
সেই পথেরই পথিক যে আমি
বাঙালি মোর পরিচয় !!
বুকের মাঝে রক্তের ক্ষত নিয়ে
দাঁড়িয়ে সবুজ মা,
সেই মায়ের কোলেই জন্ম আমার
তোমরা আমায় চেনোনা ?
যেই বাঙলার জন্মদাতা হলেন
দুরন্ত দামাল ছেলে,
মাকে বুকে আগলে রাখতেন
ভয়কে পিছন ফেলে !!
জানো কি তোমরা?
সেই দামাল ছেলের নামেই এখন
আমাদের পরিচয় ?
নামটি তার শেখ মুজিবর রহমান
জানে তো বিশ্বময় !!
ঢাকা।