জিরাফের মত/আসাদজামান
গ্রীবা উঁচু করে চলেছি —জিরাফের মত
বড় হবো….
বাহ্যত ছাড়িয়ে যাবো; মানুষের উচ্চতার সীমানা।
দেখিস! কেউ আর ছোট বলতে পারবেনা।
না না না ছোট থাকা যাবেনা।
উচ্চতায় ফিরতে হবে; প্রয়োজনে চিকিৎসকের পরামর্শক্রমে–
ইট-রশিতে দেবো টানা
উঁচু হলে গ্রীবা
অন্ততঃ লজ্জায় কেউ আর ছোট বলবেনা।
এভাবে না হয় না হোক;
প্রয়োজনে বদল করবো ঠিকানা।
গ্রীবা উঁচু করে চলেছি —- জিরাফের মত
বড় হবো…….
তখন আর কেউ ছোট বলতে পারবেনা।
এরই ফাঁকে নিয়ে নেবো; সমোচ্চতার যত স্বাদ,
বড় হবো……
বড় হবো…….
পেছনে ফেলে অতীত বর্তমান
ঠিক ; নির্ঝঞ্ঝাট।
২৩.০২.২০২০
Advertisement