“জীবন এক ষড়যন্ত্র”
কবি আজাদুর রহমান
এই যে আপনি,
গাছ যেমন ক্রমে পাতায়,
ফলে-ফুলে, সৌগন্ধে, ভ্রমরে,
কামনার জোনাকিতে ভরে গিয়েছিল,
তারপর একদিন হেলেদুলে যেতে যেতে
এই আপনার চুল পেকেছে,
দাঁত ক্ষয়ে গেছে,
নিভে যেতে যেতে যৌবনে কাঁটাতার পড়েছে,
আপনাকে ফেলে-ফেলে রেখে গেছে জানাশুনা মানুষেরা।
একা এবং একমাত্র একা হতে হতে,
আপনি দেখেছেন রক্তে আগুনের বদলে
শুরু হয়েছে শত্রু শত্রু খেলা,
অথচ আপনি জানেন আপনি মারা যাচ্ছেন,
সম্বলহীন, শক্তিহীন, শুন্য ভালবাসায়।
তবুও হয়ত পুরনো অভ্যেসে আরও
উঠে দাঁড়াতেও চাইবেন আপনি।
পারবেন না ! ততদিনে আপনাকে ফেলে রেখে যাওয়া
সেই জানাশুনা মানুষেরা হাট থেকে,
মঞ্চ থেকে, পার্টি থেকে, মাঠ থেকে, সংগম থেকে,
জনসভা থেকে ফিরে ফিরে আসবে,
যেন বৃদ্ধ হাতীর মত দুর্বল আপনার এই শরীর,
যেন অজস্র অভিশাপের মুখে
প্রচুর প্রতিশোধের সম্ভাবনা!
কোন মতে শরীর ঠেকাতে পারলেও,
মানুষ ঠেকাতে পারবেন না!