জীবন চক্র
–মুন রায় চৌধুরী
প্রতি ধাপে মৃত্যুর পরোয়ানা
তার মধ্যে বাঁচার জন্য পা ফেলা।
চারিদিকে বিষাক্ত হওয়া,
সবকিছু অগ্রাহ্য করে প্রেম এসে পা ফেলে মনের আঙিনায়।
ভালোবাসা নিয়ে কবিতা রচনা হয় এই অশান্ত পরিস্থিতিতেও।
সন্তান প্রসব করে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, খাদ্যের পরওয়ানা না করে।
শিশুরা জন্মের পর পায় এক নারকীয় জীবন।
এটাকে ভবিতব্য ভেবে পা ফেলে বাঁচার তাগিদে।
চক্রাকারে ঘুরতে থাকে নিয়ম অনুযায়ী।
একদিন প্রেম এসে কড়া নারে মনের দোরে,
শরীরের ও মনের তাগিদে পা ফেলে অজানার পথে।
মুন রায় চৌধুরী
10/01/2020
Advertisement