“জয়িতা -১০”- নাজমুল হাসান
বিবর্তনের ধারাবাহিকতায়
ক্রমশ তুমি নিষিদ্ধ হয়ে যাচ্ছো-দূরে সরে যাচ্ছো
আমার আঙিনায় তোমায় খুঁজে পাচ্ছি না
নাগরিক অস্থিরতায় তোমায় খুঁজে পাচ্ছি না
সোডিয়াম আলোয়, জানালার ধারে,
ছাদে, ব্যালকনিতে কোত্থাও তোমায় খুঁজে পাচ্ছি না
হৃদয়ের অতলে ঠিকই তোমার আনাগোনা, স্পন্দন শুনতে পাচ্ছি
পৃথিবীর বায়ুমন্ডল বিষাক্ত হয়ে যাচ্ছে
মুহুমুহু করতালির মাঝে
প্রবল শুন্যতা অনুভব করছি
একাকিত্ব ভীষণভাবে আমার সঙ্গী হতে চাইছে
বৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হচ্ছে
তারচে বেশী ভাংচুর হচ্ছে আমার
সাড়ে তিন হাত শরীরের অলিগলি
আমি প্রবলভাবে রুখে দাঁড়াতে চেয়েছিলাম
আমি সংগ্রামী হতে চেয়েছিলাম
আমি নতুন ভাবে ভালোবাসতে চেয়েছিলাম
আমি অন্ধকার হতে আলোর সন্ধানে বেড়িয়ে পড়েছিলাম
তোমার শীতল চোখ দুটোকে দীঘি, নীলিমা ভেবেছিলাম
তোমার কোলকে শেষ আশ্রয় ভেবেছিলাম
সেই তোমাকে এভাবে চলে যেতে হচ্ছে জয়ি…?