“ঝকমকে চাঁদ ভিতরে জ্বলে”-ওয়াহিদ জালাল এর কবিতা

0
596
ওয়াহিদ জালাল এনকে

ঝকমকে চাঁদ ভিতরে জ্বলে
ওয়াহিদ জালাল

তোমার মনে পড়ে সেই অনিদ্রার রাতগুলো?
আজকাল আমার কিছুই মনে পড়ে না,
কে আমাকে ধমক দিলো আর কে দিলো বেদনা।
মানুষের ছায়া বড়ই কাঙ্গাল করে রে!
অন্ধকারে দাঁড়িয়ে একটিবার চোখ মেলো।

তোমার মনে পড়ে সেই অনিদ্রার রাতগুলো?
আজকাল আমি সহজেই সব ভুলে যাই,
কোথায় কোন আঘাত কিংবা কষ্ট পাই।
ভীষণ আঘাতে সান্তনা লেপে দিতে দিতে বলি,
এসব মনে রাখতে নেই, সবই এবার ভুলো।

তোমার মনে পড়ে সেই অনিদ্রার রাতগুলো?
আজকাল আমি ভুলে যাই
চাঁদের আড়ালে লুকানো সুন্দর
প্রিয়জনদের আদরে ভরা মধুর প্রহর,
জীবন ডেকে বলে শুনো, ওয়াহিদ,
গুনে গুনে আঘাতের পুটলি থেকে দুঃখ খুলো।

তোমার মনে পড়ে সেই অনিদ্রার রাতগুলো?
আজকাল আমি ভুলে যাই ভাষার রীতি,
মানুষের অবহেলা আর প্রেম পিরিতি।
ভালোবেসে গাঁয়ের রাখালের মতো
শুন্য পথের গলা ধরে বলি সাথে চলো।

একদিন যখন সুখের বাতাস বইবে মনের আর্তনাদে,
সেদিন মনে রাখিও বন্ধু,
আমারে ডুবতে দিও না কোন ক্ষমাহীন অপরাধে।

২৬.১২.২০১৯
রেইনহিল, ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পাল্টানো জীবন”-সুরজিত সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধ“চেতনার চোখে প্রকৃতি দেখা” -মনিমূল হক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে