তাঁর সাথে কথা হলো আজ/
কাজী আতীক
তার সাথে কথা হলো আজ
অবশ্য মাঝেমধ্যেই কথা হয় আজকাল
তবে আমি যেভাবে তাকে নিয়ে ভাবি
ঠিক সেভাবে নয়
নিতান্ত সাদামাটা আটপৌরে কথাবার্তা
আর দু’দশজনের সাথে যেরকম হয়,
সেরকমই কিছু আলাপচারিতা কেবল।
হ্যাঁ, তার সাথেই কথা হলো আজ
আলাপনিতে কিংবা মুখোমুখি নয়
লিখে লিখে কথাবলা ‘মুখবই’ চিরকুটে
যদিও সেরকম কোনো কথা নয়
ঠিক যেরকম কথা হয় প্রেমী পরস্পর,
আসলেই তার সাথে কথা হলো আজ
তবে সত্যিই সেরকম কিছু নয়
যা হয়েছে তা কেবল কুশল বিনিময়
তবে- হৃদয় দিয়ে খুঁজলে অন্য মানেও হয়,
যে কথাই হয়ে থাকুক- ছিলো উচ্চারণ নিখাদ,
আর প্রাণের স্পর্শ ছোঁয়া- ছিলো মুগ্ধ ইশারায়
ঠিক আমি যেমন কবিতায় তাকে আঁকি হৃদ্য উপমায়।
(নিউ ইয়র্ক, ২৪ ফেরুয়ারি ‘২০২০)
Advertisement