“তারুণ্য”
কবি সুপ্তি জামান
তারুণ্যের গতিতে অগ্রগামী হই আগামীর পথে।
প্রতিটি আগামীর জন্য দৌড়ে চলি
প্রতিটি দিন উচ্ছ্বাসে উপচে পড়ে।
দিনে দিনে তারুণ্যে ভরপুর হই
দিনে দিনে সুডৌল লাবণ্যে
নিজেকে ডুবিয়ে রাখি।
সুষম কান্তিতে ভরে ওঠে ঢালি
জানতো আমি জীবন বড্ড ভালবাসি।
বয়সের ভারে নুয়ে পড়া নয়
সকল সঙ্কোচের আবরণ বাসর সজ্জার মতো
আলগোছে যত্নে আদরে তুলি রাখি।
নিরাবরন নতুন জীবন উছলে উঠুক
নবীন চারা গাছের মতো।
তারুণ্যের সাথে গলাগলি ঢলাঢলি করে
আগামীর পথে দিয়েছি ডানা মেলে।
Advertisement